ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার থেকে
কি সেবা কীভাবে পাবেনঃ
১. মসজিদ পাঠাগার প্রাপ্তির জন্য ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার জেলা অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হয়। অতঃপর তা পূরণ করে সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্য/মেয়র/উপজেলা চেয়ারম্যান/উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশসহ ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে হয়।
২. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত বই-পত্র ক্রয়ের জন্য বিক্রয় কেন্দ্র থেকে অফিস সময়ে এসে ২৫% থেকে ৩০% কমিশনে বই-পত্র ক্রয় করা যায়।
৩. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত যাকাত ফান্ড থেকে সাহায্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আবেদন করত হয়।
৪. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রক্রমের প্রাক-প্রাথমিক কেন্দ্র মঞ্জুরীর জন্য নভেম্বর/ডিসেম্বরে আবেদন করতে হয়। এর সাথে পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি, আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত করে ৩০জন শিক্ষার্থীর পিতার নামসহ তালিকা এবং মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারির অনুমোদনপত্র সহ জমা দিতে হয়।
৫. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রক্রমের সহজ কুরআন শিক্ষা কেন্দ্র মঞ্জুরীর জন্য নভেম্বর/ডিসেম্বরে আবেদন করতে হয়। এর সাথে পাসপোর্ট সাইজের ছবি-----কপি, আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত করে ৩৫জন শিক্ষার্থীর পিতার নামসহ তালিকা এবং মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারির অনুমোদনপত্র সহ জমা দিতে হয়।
৬. ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রক্রমের প্রাক-প্রাথমিক কেন্দ্র/সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক হওয়ার জন্য নির্ধারিত তারিখে পরীক্ষায় (লিখিত ও মৌখিক) অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হয়। অতঃপর নির্ধারিত সময়ে আবেদন করে কেন্দ্র মঞ্জুরী নিতে হয়।
৭. জাতীয় শিশু-কিশোর সাংস্কৃকিত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নির্ধারিত সময়ে ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নাম তালিকাভূক্ত করাতে হয়। এ জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় পত্র-পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয় এবং ইসলামিক ফাউন্ডেশন এর জেলা কার্যালয়ের উপ-পরিচালকের দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিযোগীদের তালিকা চেয়ে পত্র প্রদান করা হয়।
৮. ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘হিফযুল কুরআন’ প্রতিযোগিতায় শুরু থেকে ১০, ১১-২০, ২১-৩০ পারা তিন গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় পত্র-পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয় এবং ইসলামিক ফাউন্ডেশন এর জেলা কার্যালয়ের উপ-পরিচালকের দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিযোগীদের তালিকা চেয়ে পত্র প্রদান করা হয়।
৯. জাতীয় ও ধর্মীয় দিবসসমূহে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ের অনুষ্ঠানমালায় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করতে পারেন।
১০. ইমাম প্রশিক্ষণ গ্রহণের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সে মোতাবেক ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হয়। অতঃপর নির্ধারিত তারিখে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করা যায়।
১১. ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য হওয়ার জন্য উপজেলা মডেল রিসোর্স সেন্টার থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও পুরণ করে ফি সহ জমা দিলে সদস্য হিসেবে নাম তালিকাভূক্ত করা হয়।
১২. ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এককালীন অনুদান প্রাপ্তির জন্য সদস্য হওয়ার পর উপজেলা মডেল রিসোর্স সেন্টার এর সাথে যোগাযোগ করে নির্ধারিত নিয়মে উপজেলা নির্ববহী কর্মকর্তার সুপরিশসহ আবেদনপত্র জমা দিতে হয়।
১৩. ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদবিহীন ঋণ প্রাপ্তির জন্য সদস্য হওয়ার পর উপজেলা মডেল রিসোর্স সেন্টার এর সাথে যোগাযোগ করে নির্ধারিত নিয়মে উপজেলা নির্ববহী কর্মকর্তার সুপরিশসহ আবেদনপত্র জমা দিতে হয়।
১৪. জেলার মসজিদ সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্যে জন্য ভিজিট করুন- www.islamicfoundation.coxsbazar.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস