بسم الله الرحمن الرحيم
পরিস্কার পরিচ্ছন্নতায় উদযাপিত হোক আমাদের ঈদ (ঈদ মোবারক)
لن ينال الله لحومها ولا دما ئها ولكن يناله التقوئ منكم (الحج-37 )
জনাব
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সৌহার্দ আর ত্যাগের বানী নিয়ে বছর ঘুরে আবার আসছে পবিত্র ঈদুল আযহা।কুরবানীর মাধ্যমে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায় দায়িত্ব পালন করাও একান্ত কর্তব্য।যেমন:কোরবানীর পশু নির্ধারিত স্থানে যবাহ করা।যেখানে সেখানে বর্জ্য না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এতে আমাদের ঈদ হয়ে উঠবে আরও আনন্দময় ও ত্যাগের মহিমায় মহিমান্বিত।পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মহানবী(স:)ইরশাদ ফরমান: মহান আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে ভালবাসেন।তিনি আরো ফরমান:ঈমানের ৭০টি বা এর চেয়ে বেশী শাখা রয়েছে,এর মধ্যে সর্ব নিম্ন হচ্ছে اماطة الاذي عن الطريق অর্থাৎ:রাস্তা থেকে কষ্টদায়ক আবর্জনা সরিয়ে ফেলা (বুখারী)। অন্য হাদীসে ইরশাদ হচ্ছে: الطهورشطر الايمان অর্থাৎ:পবিত্রতা ও পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তিনি আরও ফরমান:لاضَرَر ولا ضرَرَ অর্থাৎ:নিজের ক্ষতি করা অথবা অন্যের ক্ষতি করা কোনটিরই ইসলামে স্থান নেই (মাযমাউয যাওয়ায়েদ)। ধর্মীয় এহেন মুল্যবোধ পালন আমাদের পরিবেশকে দুষনমুক্ত,নিরাপদ ও জীবানুমুক্ত রাখবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
প্রেক্ষিতে এ সংক্রান্ত ইসলামের মহৎবানীগুলো আপনার পরিচালনাধীন মসজিদে জুময়ার খোৎবা,মিলাদ ও দোয়া মায়ফিলসহ বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য হিসেবে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস