Wellcome to National Portal
Main Comtent Skiped

Training related advice

ইমাম প্রশিক্ষণ একাডেমী

ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ হচ্ছে ইমাম প্রশিক্ষণ একাডেমী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিমাল, দিনাজপুর ও সিলেট এই ৭টি কেন্দ্রের মাধ্যমে মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনগনকে ইসলামের মৌলিক বিষয়  সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি গণশিক্ষা,পরিবার কল্যাণ, কৃষি ও বনায়ন, প্রাণী সম্পদ পালন ও মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, বৃক্ষ রোপন, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইসলামিক ফাউন্ডেশন পরিচিতি, ব্যবহারিক ও মৌখিক ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে উপার্জনক্ষম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার মত উপযুক্ত করে গড়ে তোলাই ইমাম প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে সারা দেশে ১৯৫ জন জনবলের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।

 একজন পরিচালক উক্ত বিভাগের দায়িত্বে রয়েছেন। উল্লেখিত প্রশিক্ষণ ছাড়া ও ইউএনএফপি-এর অর্থানুকূলে ‘মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় প্রজনন স্বাস্থ্য, শিশু ও মাতৃমঙ্গল,এইডস প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্দি, জেন্ডার ইকুইটি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ইমামগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছেন। শুরু থেকে ৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ৮০,৯৮৪ জন ইমামকে পশিক্ষণ প্রদান করা হয়েছে। নিয়মিত ৪৫ দিনের প্রশিক্ষণ জ্ঞান বাস্তবে কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করে ২৫,১৭৩ জন ইমামকে রিফ্রেসার্স কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিস ব্যবস্থাপনা এবং নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত মোট ১৩,০৫২জন কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৮৮৮ জন ইমাম, মাদ্রাসার ছাত ও বেকার যুবককে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৩১,৩৪৮ জন ইমামকে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইউএসএআউডি এর অর্থায়নে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১৫,৭০৩ জন ইমামকে লির্ডাস অব ইনফ্লুয়েন্স (এলওআই) প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ে ৬,৪৪৮ জন ইমামকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ২,০৪০ জন কর্মকর্তা কর্মচারী, ইমাম ও খতিবকে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিজিটালে রুপান্তর ও ডিজিটাল আকাইভ স্থাপন প্রকল্পের অর্থায়নে বেশিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া ৪০০জনকে মানবাধিকার ৫৮২ জনকে দুর্যোগ ব্যবস্থাপনা, ১৫০ জনকে জন্ম-মৃত্যু নিবন্ধকরণ, ১০০০ জনকে নিরাপদ অভিবাসন ও ১৫০ জনকে মসজিদের মোতাওল্লীসহ ও ম্যারিজ রেজিস্টার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপরোক্ত বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আওতায় মোট ১,৬৫,৪১৮ জনকে ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়।