ইসলামিক ফাউন্ডেশন
কক্সবাজার জেলা কার্যালয়
০১। কর্মকর্তা-কর্মচারীবৃন্দ:
সাধারণ শাখা |
মউশিক বিভাগ |
||
পদবী |
সংখ্যা |
পদবী |
সংখ্যা |
০১। উপ-পরিচালক |
১ জন |
০১। ফিল্ড অফিসার |
১ জন |
০২। সহকারী পরিচালক |
১ জন |
০২। ফিল্ড সুপারভাইজার |
৭ জন |
০৩। হিসাব রক্ষক |
0 জন |
০৩। মাস্টার ট্রেইনার |
১ জন |
০৪। বিক্রয় সহকারী |
0 জন |
০৪। কম্পিউটার অপারেটর-কাম অফিস সহকারী |
১ জন |
০৫। এল.ডি.এ কাম টাইপিষ্ট |
0 জন |
০৫। কর্মি
|
১ জন
|
০৬। অফিস সহায়ক |
২ জন |
০২। বর্তমানে কর্মরত জনবলঃ
সাধারণ শাখা |
০৪ জন |
মউশিক বিভাগ |
১১ জন |
মোট |
১৫ জন |
০৩। গুরুত্বপূর্ণ প্রকল্প/বিভাগ সমুহ
(ক) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।
(খ) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প।
(গ) ইসলামী প্রকাশনা কার্যক্রম প্রকল্প।
(ঘ) ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট।
(ঘ) দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা (প্রকল্প)
০৪। মউশিক বিভাগের কেন্দ্র ও রিসোর্স সেন্টার সংক্রান্ত তথ্যঃ
উপজেলার নাম |
কেন্দ্র |
সাধারণ রিসোর্স সেন্টার |
মডেল রিসোর্স সেন্টার |
দারুল আরকাম |
শিক্ষার্থী সংক্রান্ত তথ্য
|
||||||
প্রাক-প্রাথমিক |
কুরআন শিক্ষা |
বয়স্ক |
|||||||||
প্রাক-প্রাথমিক |
কুরআন শিক্ষা |
বয়স্ক |
মোট শিক্ষার্থী |
||||||||
সদর |
|||||||||||
রামু |
|||||||||||
উখিয়া |
|||||||||||
টেকনাফ |
|||||||||||
চকরিয়া |
|||||||||||
পেকুয়া |
|||||||||||
কুতুবদিয়া |
|||||||||||
মহেশখালী |
|||||||||||
মোট |
১০৪১ |
০৫। নাগরিক সেবা সমূহ :
* বিভিন্ন ধর্মীয় ও জাতীয় গুরত্বপূর্ণ অনুষ্ঠান সমূহ বাস্তবায়ন।
* জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা ও জেলা পর্যায়ে বাস্তবায়ন।
* জেলা ও উপজেলা পর্যায়ে মাজার-খানকা সম্মেলন বাস্তবায়ন।
* প্রশিক্ষণের জন্য ইমাম প্রশিক্ষন একাডেমী-তে ইমাম বাছাই করে প্রেরণ।
* জেলা ও উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন বাস্তবায়ন
* বিক্রয় শাখায় বই বিক্রয়
* জেলা পাঠাগার পরিচালনা
* জেলার বিভিন্ন মসজিদে পাঠাগার স্থাপন।
* জেলা ও উপজেলায় মডেল পাঠাগার পরিচালনা
* মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে ১০৪১টি কেন্দ্র পরিচালনার মাধ্যমে সেবা প্রদান।
* দারুল আরকাম মাদ্রাসা ১৫টি (২০১৮ সাল হতে পরিচালিত)
* ইমাম মুয়াজ্জিণ কল্যাণ ট্রাস্ট পরিচালনা, চাঁদা আদায়, সদস্যদের লোণ ও সাহায্য প্রদান।
* চাঁদ দেখা কমিটির সভা আহবায়ন ও বাস্তবায়ন।
* সরকারী যাকাত আদায় ও বিতরণ।
* সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত
সভা সেমিনার আয়োজন।
* সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশ সমূহ বাস্তবায়ন।
০৬। কি সেবা কিভাবে পাবেন : অফিসে যোগাযোগ ও আবেদনের মাধ্যমে সেবা এবং ধাপ সমূহ:
(ক) মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক
নিয়োগ ( কেন্দ্র খালী থাকা সাপেক্ষে)
(খ) নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে মসজিদ পাঠাগার স্থাপন।
(গ) প্রশিক্ষনের জন্য ইমাম বাছাই
(ঘ) বই বিক্রয় কেন্দ্র
(ঙ) জেলা পাঠাগার
০৭। মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া :
১ম ধাপ: উপজেলা মডেল রিসোর্স সেন্টারে যোগাযোগ
২য় ধাপ: কেন্দ্রের স্থান/মসজিদ নির্বাচন
৩য় ধাপ: শিক্ষার্থী সংগ্রহ ও তালিকা তৈরি
৪র্থ ধাপ: আবেদন
৫ম ধাপ: উপজেলা ও জেলা বাছাই কমিটির সভায় উপস্থিত এবং নির্বাচিত হওয়ার পর নির্দেশনা অনুযায়ী কেন্দ্র
পরিচালনা
০৮। বিক্রয় বিভাগ : ইমলামিক ফাউন্ডেশন কর্তৃক কুরআন, হাদিস সম্বলিত বিভিন্ন ধর্মীয় বই, সাহিত্য-সংস্কৃতি,
ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান,স্থাপত্য, আইন,অর্থনীতি, এবং রাষ্ট্রনীতির উপর বই প্রকাশ ও বিক্রি করা হয়।
০৯। জেলা পাঠাগার : ইসলামিক ফাউন্ডেশন জেলা পাঠাগরে কুরআন, হাদিস সম্বলিত বিভিন্ন ধর্মীয় বই সাহিত্য-
সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান,স্থাপত্য, আইন,অর্থনীতি, এবং রাষ্ট্রনীতির বই ও জাতীয় ও স্থানীয় পত্রিকা
জনসাধারণের পাঠের জন্য ব্যবস্থা রয়েছে।
১০। মডেল পাঠাগার : পাঠকদের জন্য কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয় সম্বলিত বিভিন্ন ধর্মীয় বই,সাহিত্য-
সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান, স্থাপত্য, আইন,অর্থনীতি, ও রাষ্ট্রনীতির উপর বই এবং জাতীয় ও স্থানীয়
পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS